জাতীয় সড়কের ধার থেকে পূর্নবয়স্ক আহত হরিণ উদ্ধার করলো বনদপ্তর

21st December 2020 10:15 am বাঁকুড়া
জাতীয় সড়কের ধার থেকে পূর্নবয়স্ক আহত হরিণ উদ্ধার করলো বনদপ্তর


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বাঁকুড়ার জগদল্লা গ্রামের কাছে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল পূর্নবয়স্ক আহত একটি হরিণ।  আজ ভোরে হরিনটিকে আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।  এরপর বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিনটিকে ঘিরে রাখে। পরে বন দফতরে খবর দেওয়া হলে বন দফতরের বাঁকুড়া রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিনটিকে উদ্ধার করে বাঁকুড়া রেঞ্জ অফিসে নিয়ে যায়। যে এলাকা থেকে আহত হরিনটিকে উদ্ধার করা হয়েছে সেই এলাকায় হরিন নেই। ওই এলাকার প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জয়পুরের জঙ্গলে অন্যদিকে প্রায় একই দূরত্বে রানীবাঁধের জঙ্গলে হরিন রয়েছে। সেখান থেকে হরিনটি কিভাবে জগদল্লা এলাকায় এল তা খতিয়ে দেখছে বন দফতর। বন দফতরের আধিকারিকদের ধারনা ভোর বেলায় কুয়াশার মাঝে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় হরিনটির আঘাত লেগেছে। আপাতত  চিকিৎসা করে হরিনটি সুস্থ হয়ে উঠলে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বন দফতর। 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।